১৪/০১/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনা আদালত চত্বরে জোড়া খুন, অন্যতম আসামি ইজাজুল গ্রেফতার

খুলনা মহানগরের আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

র‍্যাব-৬ সূত্র জানায়, গত ৩০ নভেম্বরদুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই ব্যক্তিকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। বিজ্ঞ আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার পরপরই র‍্যাব-৬ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন ভিডিও ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এসব ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে খুলনা মহানগরীর পার্শ্ববর্তী রূপসা নদীর অপর পাড়ের আইজগাতি এলাকা থেকে মোঃ ইজাজুল হোসেন (পিতা- ফারুক হোসেন, থানা-রূপসা) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মোবাইলে ধারণকৃত ভিডিওতে তাকে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিতে দেখা যায় বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, খুলনা মহানগরীতে সক্রিয় দুইটি সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য বিস্তার, শক্তি প্রদর্শন এবং মাদক বিক্রির টাকা ভাগাভাগি ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

র‍্যাব-৬ আরও জানায়, এ ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন- পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা

দেখুন- গাজীপুরে সার কারখানায় অভিযান, বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন