দেশব্যাপী চলছে জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন পুরস্কার। এবার নোয়াখালীতে মার্সেলের পন্য কিনে বিজয়ী ৩ ক্রেতা পেয়েছেন ফ্রিজ পুরস্কার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর বর্ণা ইলেক্টনিক্স মোবাইল সেন্টারে বিজয়ী ক্রেতাদের হাতে পুরস্কার তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়ক আমিন খান।
এতে অন্যান্যের মধ্যে মার্সেলের সেল্স ইনচার্জ নুরুল ইসলাম রুবেল, মার্সেলের ডিভিশনাল সেল্স ম্যানেজার মো. জাহিদ হাসান, মার্সেলের রিজিওনাল সেল্স ম্যানেজার মো. শামীম, বর্ণা ইলেক্টনিক্স মোবাইল সেন্টারের প্রোপাইটর মিল্লাত হোসেন রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।
মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান বলেন, দেশের সহজ সরল মানুষ বিদেশি পণ্য ভেবে নন-ব্র্যান্ড প্রোডাক্ট কিনে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন। এতে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি দেশের টাকা বিদেশে চলে যায়। দেশে এখন আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য তৈরি হচ্ছে। নোয়াখালীর মানুষ দেশীয় পণ্যের ওপর আস্থাশীল, তাঁরা দেশীয় ব্র্যান্ড মার্সেলের পন্য কিনে পুরস্কার পাচ্ছেন। তাই নোয়াখালীর মতো দেশের সবার উচিত দেশের পণ্য কেনা। এতে সমৃদ্ধশালী হবে দেশ ও আমাদের অর্থনীতি।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিত্র নায়ক আমিন খান বলেন, নোয়াখালী দেশের বৃহৎ একটি জেলা। এই জেলা থেকে আরো আগে বিপিএল এ দল আসা উচিৎ ছিল। এবার নোয়াখালী বিপিএল এ যুক্ত হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। বিপিএল এর ফাইনালে নোয়াখালী খেলবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে।
পড়ুন : নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র্যালি ও আলোচনা সভা


