পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের পরিচালনায় শেরপুর সদর উপজেলায় ও শ্রীবরদী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর এর পরিদর্শক সুশীল কুমার দাস।শেরপুর সদরে আলামিন জিগজ্যাগ ব্রিকস-৩,আর এইচ অটো ব্রিকস -১,সাওদা ব্রিকস এ তিনটি ভাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও শ্রীবরদী উপজেলায় আল আমিন ব্রিকস -২, মা ব্রিকস এই দুইটি ইট ভাটায় সাড়ে ছয় লক্ষ টাকা জরিমানা করে মোট ১৭ লক্ষ টাকা জরিমানা করা হয়।সেই সাথে কাঁচা ইট ধ্বংস করা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। অভিযানে সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্স এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পড়ুন : শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু


