গোপালগঞ্জের কোটালিপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম( ৩৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। এ সময় হাতি ও অপর এক মাহুতকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বাড়ি কুড়িগ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হাতি দিয়ে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার পোলসাইর গ্রামের বিভিন্ন স্থানে হাতি নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করছিলেন হাতির মাহুত নজরুল ইসলাম। পোলসাইর গ্রামের বাজারে টাকা তোলার সময় হঠাৎ মাহুত নজরুল ইসলামকে শুর দিয়ে পেঁচিয়ে ছুড়ে আছাড় মারে হাতিটি। আছড়ে মাটিতে ফেলার পর হাতিটি একাধিকবার মাহুতের বুকের উপর পারা দেয়। এসময় ঘটনাস্থলেই মাহুতের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা হাতি এবং হাতির অপর মাহুত কে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক হাতি ও অপর মাহুত কে আটক করে। এসময় নিহত মাহুত নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘাতক হাতি এবং অপর এক মাহুত কে আটকে করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
এছাড়াও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে হাতির মানসিক অবস্থা পরীক্ষা করে হাতির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আশিক জামান অভি , গোপালগঞ্জ থেকে