বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে চকরামচন্দ্র পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ে মাঠে ২নং ওয়ার্ড পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
দোয়া মাহফিলে পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সভাপতি হাসান আলীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম।
দোয়া পূর্বে আলোচনা সভায় জাহিদুল ইসলাম ধলু বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। গোটা জাতি আজ বেগম খালেদা জিয়ায় সুস্থতা কামনা করে দোয়া করছে। সারা দেশ নেত্রীকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই দেশকে, এই জাতিকে পথ নির্দেশনা দেন।
এসময় নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন- নোয়াখালীতে এস.আলমের দোসরের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ


