সুনামগঞ্জের ছাতক উপজেলায় লন্ডনপ্রবাসী গিয়াস উদ্দিন তালুকদারের বিরুদ্ধে পবিত্র মক্কা-মদিনা ও মসজিদের অবমাননার অভিযোগে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামে অবস্থিত গিয়াস উদ্দিন তালুকদার পরিচালিত কথিত দরবার শরীফের মাধ্যমে দীর্ঘদিন ধরে ধর্মীয় বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। অভিযোগকারীদের দাবি, ওই দরবার শরীফকে পবিত্র মক্কা-মদিনা ও মসজিদের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়া হয়েছে, যা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, কথিত পীর ভক্তদের সামনে নিজের শারীরিক অবস্থার সঙ্গে পবিত্র মদিনা শরীফের তুলনা করে বক্তব্য দিয়েছেন। অভিযোগকারীদের মতে, এ ধরনের বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং ইসলামের মৌলিক আকিদার সম্পূর্ণ পরিপন্থী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দরবার শরীফে নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ইসলামী অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি সেখানে অশালীন আচরণ, মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ধর্মীয় আবরণের আড়ালে দরবার শরীফে নিয়মিতভাবে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ‘নজরানা’ হিসেবে আদায় করা হচ্ছে। এসব অর্থের কোনো স্বচ্ছ হিসাব রাখা হয় না বলে অভিযোগকারীরা উল্লেখ করেছেন। এমনকি এই অর্থ বিদেশে পাচার করা হচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দরবার শরীফকেন্দ্রিক এসব কর্মকাণ্ডের কারণে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং একাধিক পরিবার সামাজিক ও মানসিক সংকটে পড়েছে। দরবারের কার্যক্রমের বিরোধিতা করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
লিখিত অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে এলাকায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। অভিযোগকারীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


