কুড়িগ্রামে সুদানে নিহত দুই সেনা সদস্য নিহতের মরদেহ দেখার অপেক্ষায় ভীড় করছে উৎসুক জনতা।
রবিবার ২১ ডিসেম্বর দুপুরে উলিপুর উপজেলার হ্যালিপ্যাড এলাকায় হ্যালিক্যাপ্টার অবতরণ করবে বলে জানান কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইনজামুল হক।
জানা গেছে,সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের ছয় সেনা সদস্য নিহত হয়।এদের মধ্যে দুই সেনা সদস্যের বাড়ি কুড়িগ্রামে।নিহত দুই সেনা সদস্যরা হলেন মোঃ মমিনুল ইসলাম অপর জন হলেন শান্ত মন্ডল।নিহত সেনা সদস্য মোঃ মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুল এলাকায় আরেক সেনা সদস্য শান্ত মন্ডল জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রাম এলাকায়।
স্থানীয় বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন বলেন,সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে কুড়িগ্রামের দুই সেনা সদস্য নিহত হয়েছে। নিহত দুই সেনার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারকে শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুক।দেশের শান্তি ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ মিশনে গিয়ে কুড়িগ্রামের এই দুই বীর সন্তানের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।
পড়ুন- স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক, সমবেত কণ্ঠে ডিসি-এসপি গাইলেন সংগীত


