১৫/০১/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি রোধে খেলাধুলাকে কার্যকর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কবিরহাট উপজেলার মধ্যম রামেশ্বরপুরের যুব সমাজ। ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট তারই বাস্তব উদাহরণ।

রোববার সন্ধ্যায় উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের মধ্যম রামেশ্বরপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মুছাপুর কাবাব হাউস বনাম চৌধুরী বাজার আবাহনী ক্রীড়া চক্র।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল। এসময় খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী মো. জোবায়ের ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম মোমিত ফয়সাল বলেন, যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানমূখী, খেলামূখী ও শরীরচর্চা মূখী করতে চাই। তাই ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আনোয়ার হোসেন, সেক্রেটারি হাফেজ হেলাল উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহিদুল হক জাবেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পারভেজ, সদস্য সচিব আবু জাহের রাসেল, মাইমুনা মার্বেল এন্ড গ্রানাইটের ডিরেক্টর হোসাইন মো. আশিক, জামায়াত নেতা আবু ছায়েদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার এবং রানার্সআপ দলের জন্য ৩০ হাজার টাকার আকর্ষণীয় পুরস্কার।

আয়োজকরা জানান, এই টুর্ণামেন্ট শুধু খেলাধুলার আয়োজন নয় বরং যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও অপরাধমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার একটি সামাজিক আন্দোলন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে ‘মহান রবের প্রথম ডাক’ বইয়ের মোড়ক উন্মোচন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন