ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চগ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইইনস্টিটিউটের সামনে ঘন্টাব্যাপী রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সব ধরণের যানচলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুইপাশে প্রায় শতাধিক যানবাহন আটকে পড়ে।
শিক্ষার্থীরা জানায়, ৮ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছে। কিন্তু তাদের দাবিগুলো বাস্তবায়ন না করে শুধু আশ্বাস দেয়া হয়। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নামতে হয়েছে। তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলতে থাকবে বলে জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।
পরে সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থান করে শিক্ষার্থীরা। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ৮ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় এসে পরে আবার প্রতিষ্ঠানের ভেতরে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে।
উল্লেখ যে, সারাদেশে ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৭ ডিসেম্বর) একই দাবি নিয়ে ক্লাস, পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা।
পড়ুন- জয়পুরহাটে ফান্ড রেইজিং স্ট্রাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ


