যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মাঝেরপাড়ায় কৃষক আইয়ুব আলীর গোয়ালে ছয় পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। গত ১১ ডিসেম্বর জন্ম নেওয়া বিরল এই বাছুরটিকে এক নজর দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।
জন্মের পর দেখা যায়, বাছুরটির সামনের দুটি ও পেছনের চারটি পা রয়েছে। অধিকাংশ পা অস্বাভাবিক হওয়ায় বাছুরটি ঠিকমতো দাঁড়াতে ও নিজে নিজে মায়ের দুধ খেতে পারছে না। বর্তমানে ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানো হচ্ছে।
স্থানীয়রা ঘটনাটিকে বিস্ময়কর ও প্রকৃতির এক অদ্ভুত নিদর্শন বলে মন্তব্য করেছেন। বাছুরটি কিনতে কেউ ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দাম বললেও গৃহকর্ত্রী রাহিমা খাতুন বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আল্লাহর দেওয়া উপহার হিসেবে বাছুরটিকে লালন-পালন করবো।”
পশু চিকিৎসকদের মতে, ভ্রূণ বিকাশের সময় কোষ বিভাজনে ত্রুটি বা দুটি ভ্রূণ একত্রে মিশে গেলে এমন অতিরিক্ত অঙ্গ নিয়ে বাছুরের জন্ম হতে পারে। অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত পা অপসারণ সম্ভব এবং এটি বাছুরটির জীবনের জন্য বড় হুমকি নয়।
পড়ুন- রূপগঞ্জে নাশকতার অভিযোগে যুবলীগ নেতা রুবেল সহ ৪ জন গ্রেফতার


