বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জামালপুরে স্বাগত মিছিল করেছে বিএনপি।
বিজ্ঞাপন
মিছিলকে কেন্দ্র করে বেলা ১২টার দিকে শহরের শফি মিয়ার বাজার মোড় এলাকার দলীয় কার্যালয়ে জমায়েত হতে শুরু করে নেতা কর্মীরা।
এতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে। মিছিলটি শফি মিয়ার বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এরপর সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন- দীর্ঘ সময় পর ২৫ ডিসেম্বর দেশে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঐতিহাসিক করে রাখতে সকল ধরনের প্রস্তুতি গ্রহনের নির্দেশ দেন দলীয় নেতারা।


