১৩/০১/২০২৬, ১৭:৫৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৭:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সবজির ন’রতন কোরমার রেসিপি

নবরত্ন কোরমা বা সবজির নবরতন একটি রাজকীয় নিরামিষ পদ, যা সাধারণত নয়টি ভিন্ন ধরণের সবজি, ফল এবং বাদামের সমন্বয়ে তৈরি করা হয়। নিচে এর সহজ রেসিপি দেওয়া হলো-

বিজ্ঞাপন

উপকরণ

ফুলকপি, আলু, গাজর, মাশরুম, টমেটো, ফ্রেঞ্চ বিন বা বরবটি, পেঁপে, ক্যাপসিকাম, পুঁই অথবা পালংপাতা পছন্দের নানা রকম সবজি আধা কাপ করে

কাঁচা মরিচ ৫/৬টি

চিনি ১ চা-চামচ

লবণ স্বাদমতো

ঘি ও তেল প্রয়োজনমতো

কাঠ,কাজু বাদাম ও পোস্তদানা

কোরমা পেস্ট তৈরি

টক দই ১ কাপ

পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

ভাজা রসুন ১টা, চামচ

আদা কুচি ভাজা ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া ১ চা-চামচ

পেঁয়াজ, রসুন ও আদা ঘি দিয়ে ভেজে নিতে হবে। এবার সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে কোরমা পেস্ট তৈরি করে নিতে হবে।

প্রণালি

  • কড়াই চুলায় দিয়ে তাতে ঘি ও তেল দিন।
  • তেল গরম হলে কোরমা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে কষিয়ে নিন।
  • আধা কাপ গরম পানি দিয়ে কাঁচা মরিচ, লবণ ও চিনি দিয়ে গরম গরম পরিবেশন করুন ন’রতন কোরমা।

পড়ুন- জলপাই দিয়ে মসুর টক ডাল

দেখুন- বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন