টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রিশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সদস্যরা। মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোঃ রনি (৩৯) ও ঢাকা কেরানিগঞ্জ উপজেলার রনি (২৯)।
মঙ্গলবার বিকেলে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাসড়কের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে চেকপোস্টে গাড়ি তল্লাশি চলছিলো। এসময় একটি মিনি পিকআপে চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে পিকআপটি থামায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে মিনি পিকআপে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মিনি পিকআপে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ত্রিশ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার এবং গাঁজা বহনকৃত পিকআপ জব্দ করা হয়।
উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজার বাজার মূল্য আনুমানিক নয় লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির নেতৃবৃন্দ
দেখুন- হাদি হ/ত্যা/র তদন্তের অগ্রগতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা


