১৪/০১/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গেইটপাড় এলাকা থেকে শুরু হয়ে শহরের দয়াময়ী মোড়ে এসে শেষ হয়।

পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে আধা ঘন্টা সড়কটি অবরোধ হয়ে থাকে।

এসময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে জানান- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন হওয়ার এই সময়ে হঠাৎ জামালপুর পৌর ছাত্রদল কমিটি দেওয়া হয়। সদ্য হওয়া পৌর ছাত্রদলের কমিটিতে ছাত্রত্য নেই এমন অনেক আছে। ত্যাগী নেতাদের বাদ রেখে এই পকেট কমিটি তারা মানেন না বলেও জানান। 

এই কমিটি বাতিল না হলে আগামীতে আরও বড় আন্দোলনের হুশীয়ারী দেন তারা। 

জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রমজান চিশতী বলেন- আমরা যারা বিগত দিনে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছি, আমাদের কাউকেই এই কমিটিতে রাখা হয়নি। বরং অছাত্র ও ফল ব্যবসায়ীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল না করা হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

পড়ুন : হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন