দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে ছেড়ে গেছে স্পেশাল ট্রেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টায় জামালপুর স্টেশন থেকে রাজধানী উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
জামালপুর রেলওয়ে ও দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর স্পেশাল ট্রেনটি জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌছাবে। ট্রেনটি একই দিনে ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিন দিবাগত রাত ২টায় জামালপুর পৌছানোর কথা রয়েছে। ট্রেনটিতে ১০টি কোচে মোট ৫৩০টি আসন রয়েছে। ট্রেনটির ভাড়া নির্ধারন করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৫৬৩ টাকা। যা ইতিমধ্যে পরিশোধও করা হয়েছে।
ইতিমধ্যে জামালপুরের সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাক্তিগত উদ্যোগে ও বাস যোগে অনুষ্ঠান স্থলে পৌছায়।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে দলে দলে ঢাকার উদ্দেশ্য যাচ্ছেন তারা৷ এই যাত্রায় অংশ নিতে পেরে উচ্ছসিত নেতা-কর্মীরা৷
জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আকতার হোসেন সেখ বলেন, ট্রেনটি ছেড়ে গেছে। ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ, গফুর গাঁও, জয়দেবপুর ও বিমান বন্দর স্টেশন হয়ে ঢাকায় পৌছবে। ভোর ৫টার জামালপুর থেকে ছেড়ে গেছে এবং একই দিন বিকেল ৭টায় ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা করবে। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহিণীর মৃত্যু, আহত শিশু
দেখুন: বিমানবন্দর থেকে সমাবেশস্থলের পথে তারেক রহমান
ইম/


