ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রার্থী থাকছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
শুক্রবার দলটির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আমিনুল হক চৌধুরী। দুপুরে বেশ কিছু নেতা-কর্মী সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম আনতে যান।
তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটানিং অফিসার তাপসী রাবেয়ার কাছ থেকে ফরম নেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দু’জন উপস্থিত ছিলেন। এনসিপি নেতা আসিফ নেওয়াজ ও রুবায়েদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের সময় এনসিপির কসবা উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মুসাহেত উল্লাহ, যুগ্ম সমন্বয়কারী তানভীর ইসলাম শাহীন, আখাউড়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী ফারহান সাকিব, মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী সাহেব আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করে আমিনুল হক চৌধুরী কসবা ও আখাউড়াকে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
পড়ুন- শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
দেখুন- মায়ের জন্য হাত তুলে সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান


