25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ফরিদপুরে ইলিশের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপুরে ইলিশ ও ডিমের বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর কানাইপুর বাজারে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজারে ইলিশের দাম বেশী রাখা ও ক্রয় বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

এসমম ডিম,চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলোতেও অভিযান পরিচালনা করা হয়। ডিমের দাম বেশী রাখাসহ নানা অসঙ্গতি থাকায় এক ডিম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাজার কর্মকর্তা, আনসার সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন