সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি ইটভাটাকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভূইয়াগাতী, মোজাফফরপুর, বাসাইল-নিমগাছি ও নিজুড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। অভিযানে সংশ্লিষ্ট থানার পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযানে যেসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো—
মেসার্স মুন্নি ব্রিকস (শ্যামনাই) ১ লাখ টাকা,
মেসার্স বাবলু ব্রিকস (বাসাইল) ১ লাখ ৬০ হাজার টাকা,
মেসার্স স্টার ব্রিকস (মোজাফফরপুর) ১ লাখ ২০ হাজার টাকা,
মেসার্স নবাব ব্রিকস (মোজাফফরপুর) ৮০ হাজার টাকা,
মেসার্স শিমু অরিন ব্রিকস (রাজাপুর) ৩ লাখ টাকা,
মেসার্স হিরো ব্রিকস (কোদলাদিঘর) ৩ লাখ টাকা,
মেসার্স এইচ এস ব্রিকস (সারটিয়া) ২ লাখ ৫০ হাজার টাকা,
মেসার্স আর কে বি ব্রিকস (নিজুড়ী) ৩ লাখ টাকা এবং
মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকস (সেনগাতী) ২ লাখ টাকা।
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

