৩০/০১/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
৩০/০১/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে ট্যাংকে পানি ভর্তি ট্রাক উল্টে নারী নিহত

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কে পানি ভর্তি ট্যাংক পরিবহনের সময় ট্রাক উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের লেমুছড়ি রাস্তার মুখে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত নারীর নাম কেনি চাকমা (৩২)। তিনি ওই এলাকার অংচিং মারমার (চন্দন) স্ত্রী। কেনি চাকমার এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের লেমুছড়ি এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কেমি চাকমা। এসময় ওই সড়কটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (পাবলিক) প্রকল্পের ঠিকাদারি কাজে ব্যবহৃত একটি ট্রাকে ট্যাংকে পানি ভর্তি করে পরিবহন করা হচ্ছিল। ট্রাকটির গতির কারণে সড়কের বাঁকে ট্যাংকে পানি ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং ঘটনাস্থলে কেমি চাকমা চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, আসামবস্তি-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকসহ দুইজন আটক আছে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পড়ুন- কলমাকান্দায় ২ দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব শুরু

দেখুন- এবার রেকর্ড ভাঙ্গবে কি পাগলা মসজিদ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন