গাইবান্ধা শহরের রাস্তাগুলো পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে কঠিন হয়ে পড়েছে সাধারণ চলাচল। ভোগান্তিতে শহরবাসী। এই সমস্যার দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবিদদের। অন্যদিকে পৌর প্রশাসক বলছেন, দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
শহরের বানিয়ারজান এলাকায় প্রায় দেড় মাস ধরে পৌরসভার আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ রয়েছে। ফলে আবর্জনা জমে শহরটি দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
পৌরসভা সূত্রে জানা যায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পৌরসভার ময়লা আবর্জনা ফেলা নির্ধারিত জায়গায় ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে দিয়েছে ওই এলাকার জনগণ।
যত্রতত্র ময়লা আবর্জনায় দুর্গন্ধে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাস্তা চলাচল করতে সমস্যায় পড়ছেন পথচারীরা।
দ্রুত ব্যবস্থা না নিলে ব্যাপকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হবে বাসিন্দাদের আশঙ্কা জানিয়েছেন পরিবেশবিদরা।
অল্পদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে, আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা।
পরিবেশ রক্ষার্থে পৌরসভা কতৃর্পক্ষ দ্রুত ময়লা আবর্জনা অপসারণ করে স্বস্তির নিশ্বাস নেওয়া সুযোগ করে দিবেন এমনটাই দাবি পৌরবাসীর।