১৫/০১/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

‎কুড়িগ্রামে গত ৩ দিনে সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকার মূল্যের ভারতীয় মদ ,গরু, ভারতীয় শাড়ী ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

‎রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বিজিবি জানায়,গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট ৩৮,৩১,৭১৮/- (আটত্রিশ লক্ষ একত্রিশ হাজার সাতশত আঠারো) টাকা মূল্যের ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।



‎এছাড়াও, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জালনোটসহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যগণ দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রতন, সম্পাদক কামরুল

দেখুন- প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন