১৫/০১/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁ-৬: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারদলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নওগাঁর জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমাদান শেষে আলমগীর কবির সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ, রাষ্ট্র মেরামত এবং প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিবর্তন প্রয়োজন। দেশের রাজনৈতিক অনাচার, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটের বিরুদ্ধে আমি কাজ করবো। আমার এলাকাবাসীর প্রতি আহ্বান সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা অর্থের দাপট দেখিয়ে নির্বাচনকে কুলুষিত করছে তাদেরকে রুখে দিতে হবে। আত্রাই-রানীনগর বাঁচাও জনগণের যে আহ্বান সেই আহ্বানের প্রতি সাড়া দিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি এবং কাজ করেছি। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আমি চেষ্টা করেছি। কতটুকু পেরেছি এবং কতটুকু সফল হয়েছি এটি জনগণ বলতে পারবে।

তিনি আরও বলেন, দল থেকে বলেছে প্রার্থী নয় প্রতীক। তার মানে প্রার্থী খারাপ দিয়েছে যার কারণে দল এ কথা বলছে। যারা টাকার উপর ভর করে নির্বাচন করতে চাচ্ছে তারা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। সরকার সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি সরকার তা করে দেখাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আলমগীর কবির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

পড়ুন- মনোনয়ন পত্র জমা দিলেন ধানের শীষের রাশেদ খান ও স্বতন্ত্র প্রার্থী সেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

দেখুন- স্বতন্ত্র প্রার্থীর পথ অনেক কঠিন; তাসনিম জারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন