ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম জামাল বলেন, দীর্ঘ ১৬ বছর দেশে একটি ফ্যাসিস্ট সরকার চলতে ছিলো। আপনারা জানেন দেশে তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। তিনি আরও বলেন, আপনারা জানেন ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনটি বরাবরই বিএনপির ঘাটি।তাই ইতি মধ্যেই আমি রাজাপুর-কাঠালিয়ার মানুষের কাছে প্রিয় প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -১ আসনে সবাইকে সাথে নিয়ে ধানের শীষের সুনিশ্চিত বিজয়ে আমি শতভাগ আাশ্বাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগনের সরকার গঠন করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সোহেল, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নসোহেল সহ অন্যান্য নেতাকর্মীরা।
পড়ুন : ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভূট্টো


