19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ছেলের জন্মদিনে কি বললেন অপু বিশ্বাস?

ঢালিউডের আলোচিত প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজ জন্মদিন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় ছেলেকে জন্ম দেন অপু। শাকিবের সঙ্গে বিয়ের খবরের মতোই এই ঘটনাটিও ছিল গোপন। তবে পরের বছর, এক টিভি চ্যানেলে উপস্থিত হয়ে সবকিছু প্রকাশ করেন অপু বিশ্বাস, যা সেই সময় বিনোদন জগতে বেশ আলোড়ন তোলে।

ছেলের দুটি ছবি শেয়ার করে অপু বিশ্বাস এই বিশেষ দিনে ছেলেকে ঘিরে তার ভালোবাসা, আদর আর আশীর্বাদ মেলে ধরলেন ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে। তাদের ছেলে জয় ৮ বছর পূর্ণ করে পা রাখল ৯-এ। মা অপু বিশ্বাসের এ পোস্ট ভালোবাসা আর শুভকামনায় ভরা, এ যেন জয়কে ঘিরে তার মায়ের অন্তরের সবটুকু স্নেহের প্রকাশ।

পোস্ট শুরু করে অপু বিশ্বাস ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে।’

নায়িকা আবেগ আপ্লূত শব্দে লিখেছেন, ‘গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর।’

অপু আরও লিখেছেন, ‘উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে। তুমি আরও অনেক দূর যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে।’

সবশেষে ছেলেকে আরও একবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নায়িকা লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।’

অপু বিশ্বাসের পোস্টটি করার কিছুক্ষনের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সেখানে লাইক ও লাভ ইমোজি মিলিয়ে ৫০ হাজারেরও বেশি রিঅ্যাকশন জমা হয়েছে। ইতিমধ্যেই পোস্টিতে সাত হাজারেরও বেশি নেটিজন মন্তব্য করেছেন, সবাই আব্রাম খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার উজ্জল ভবিষ্যতের শুভ কামনা করেছেন।

যে, জুটি বেধে দীর্ঘদিন সিনেমায় একসাথে অভিনয় করার সুবাদে সম্পর্কে জড়িয়ে ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। তারা বিয়ে করে সেই প্রেমকে পরিণয়ে রূপ দেয় ২০০৮ সালে। শাকিব খান সেই বছর ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্মও হয় গোপনে। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় ৭০টিরও বেশি সিনেমার সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের।

তারপর থেকে সিঙ্গেল মাদার হিসেবেই ছেলে জয়কে বড় করে তুলছেন অপু বিশ্বাস। একসঙ্গে না থাকলেও বাবা হিসেবে ছেলের যথাযথ দায়িত্ব পালন করেন শাকিব খানও। মাঝেমধ্যে সময়ও কাটান একসঙ্গে।I

সুরাইয়া আক্তার, নাগরিক টিভি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন