১৪/০১/২০২৬, ১৪:০৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৪:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দিনাজপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দিনাজপুরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ নেতাকর্মীরা জেল রোডস্থ দলীয় কার্যালয়ে ছুটি আসেন।
তাঁর মৃত্যুর সংবাদটি শুনে সারাদেশের মত দিনাজপুর জেলা বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোকে ভারাক্রান্ত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন


সোমবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালেই শহরের বালুবাড়ীস্থ মরহুমা বেগম জিয়ার পৈতিক বাড়ি তৈয়বা ভিলা ও বিএনপি জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়।


বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে দলীয় কার্যালয়ে শোক সম্বলিত ব্যানার টানানো হয়েছে।
দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে কালোব্যাচ ধারনসহ মরহুমা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।


দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় রাজনীতির কিংবদন্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তাঁ রুহের মাগফিরাত কামনা করি।


এদিকে আগামীকাল তাঁর জানাজায় অংশগ্রহণের জন্য জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আজ রাতের মধ্যেই নেতাকর্মীরা তাঁর জানাজায় অংশগ্রহণের জন্য দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন দিনাজপুর পৌর বিএনপি’র সভাপতি মােঃ জিয়াউর রহমান জিয়া।

পড়ুন- আপসহীন নেত্রীর মৃত্যুতে স্তব্ধ ঠাকুরগাঁও, সর্বস্তরের মানুষের শোক

দেখুন- বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেন নি: ড. মঈন খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন