তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মা ও গুণীজনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ) মহেশপুর শাখার বাস্তবায়নে এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সমাজে সাংবাদিকতার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক ২০২৫–২৬ সম্মাননা লাভ করেন জাতীয় দৈনিক ইনকিলাব-এর মহেশপুর উপজেলা প্রতিনিধি মো. রাসেল হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার খাইরুল বাশার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এ ছাড়া শিশু নিলয় ফাউন্ডেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন, কামরুজ্জামান, কবির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ফল, বই ও চিকিৎসাসেবার স্টল বসানো হয়। তীব্র শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠানে অংশ নেন। দিনভর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরেরা উৎসবমুখর পরিবেশে সময় কাটায়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
পড়ুন- শিশু রোগীদের দুর্ভোগ লাঘবে ঠাকুরগাঁও শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান
দেখুন- খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে


