১৩/০১/২০২৬, ২১:৫৮ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২১:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আপসহীন নেত্রীর মৃত্যুতে স্তব্ধ কুমিল্লা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতা-কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে দেখা গেছে শোক, আবেগ ও নীরবতা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই কুমিল্লা নগরীর বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। বিএনপির জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে কালো ব্যানার টানানো হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন।

এ উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আজীবন সংগ্রামের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন নেতাকর্মীরা।

এছাড়া দলীয় কার্যালয়ে স্থাপিত শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন,

“আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি আজ চিরবিদায় নিয়েছেন। এতে আমরা গভীরভাবে মর্মাহত।

মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য দোয়া করছি।”নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে তিনি আজীবন অবিচল ছিলেন। তার মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের মাঝেও তার মৃত্যুতে গভীর শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে স্মরণ করছেন সাহসী, দৃঢ়চেতা ও দেশপ্রেমিক এক নেত্রী হিসেবে।

কর্মসূচিতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন- চুয়াডাঙ্গায় আচরণবিধি প্রতিপালন ও গণভোেট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দেখুন- শেষদিনে চট্টগ্রামের জেলাগুলোয় ছিল মনোনয়নপত্র জমার হিড়িক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন