কুড়িগ্রামে গ্রামীণ জনপদ ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্য বিমোচন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।অতিরিক্ত জেলা প্রশাসক এ বিএম কুদরত ই খুদা, এসডিএফ এর ব্যবস্হাপক মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্হান) জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলার এসডিএফ এর বিভিন্ন গ্রাম সমিতির প্রশিক্ষণপ্রাপ্ত ও কর্মসংসংস্হানের সঙ্গে যুক্ত যুবকরা, শিক্ষা বৃত্তি প্রাপ্ত যুবরা,৪% ইন্টারেস্ট এ গ্রামীন উদ্যোক্তার ঋন প্রাপ্ত যুব উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, অনুভূতি শেয়ার করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্যোশাল ডেভেলপমেন্ট এসডিএফ এর কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং গ্রাম পরিষদের সভা এবং অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। সেই সাথে এসডিএফ এর সকল কাজে সহায়তার আশ্বাস প্রদান করেন।
পড়ুন- মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ


