দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় ব্রাহ্মণবাড়িয়ার ৪ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জোট প্রার্থীর বিরুদ্ধে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় এই ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি।
বহিস্কৃতরা হলেন, বিএমপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আব্দুল খালেক, যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুন দে ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
ব্যারিস্টার রুমিন ফারহানা ও তরুন দে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই আসনে বিএনপি কোন প্রার্থী দেয়নি, বিএনপির জোট থেকে সমর্থন দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জোনায়েদ আল হাবীবকে। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন আব্দুল খালেক ও মেহেদী হাসান পলাশ। এই আসনে বিএনপি জোট থেকে প্রার্থী হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকিকে।
পড়ুন: খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
দেখুন: খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত ছাত্রদল সভাপতি রাকিব
ইম/


