রাজধানীতে সকালে উঁকি দিয়েছিল সূর্য। তবে একটু পরই কালো মেঘে ঢেকে যায় আকাশ। গর্জন করে নেমে আসে বৃষ্টি। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, কাল থেকে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
শুধু আজ নয়, আগামী দুই দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস তাদের নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে, দেশের প্রায় সব বিভাগেই মাঝারি ধরনের ভারী বৃষ্টি হবে। আবহাওয়াবিদরা বলছেন মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ এ অঞ্চলে বিস্তৃত আছে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেতুলিয়ায় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতও হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর জেলায়। যার পরিমাণ ১৯৭ মিলিমিটার।
এদিকে টানা দুই মাস প্রচণ্ড খরা এবং তাপপ্রবাহের পর পঞ্চগড় জেলায় বৃষ্টিপাত শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমের শেষ বৃষ্টিপাত এটি। এরপর শীতের আর্বিভাব ঘটবে।