নরসিংদীর বেলাব থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৩ বস্তা জিরাসহ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বেলাব থানার ওসি এস এম আমানুল্লাহ।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে দাড়িয়ে থাকা একটি ট্রাকটি সহ জিরার বস্তা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মোস্তাক আহম্মেদ (৩৩)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. আলম মিয়া এবং মাতা রিনা বেগম।
পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে সোনালি ও লাল রঙের প্লাস্টিকের তৈরি ১৪৩ বস্তা জিরা, একটি হলুদ-নীল রঙের ৭ টন বিশিষ্ট ট্রাক, প্লাস্টিকের তৈরি ১০৫ বস্তা ধান এবং ৫০টি পাটের বস্তায় ভরা ধানের তুষ।
এ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নম্বর ২৬, তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।
বেলাব থানার ওসি এস এম আমানুল্লাহ বলেন, “বেলাব থানা পুলিশ মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর নজরদারিতে রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। কোনো অপরাধীই অপরাধ করে পার পাবে না, সবাইকে আমরা আইনে আওতায় আনান চেষ্টা করছি”।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

