ভারতের ফারাক্কা ব্যারেজের প্রায় সবকটি গেট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ।
উজানের ঢলে হঠাৎ করে বেড়েছে পদ্মার পানি। বিপদসীমা না ছাড়ালেও তলিয়ে গেছে নিম্নাঞ্চল। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এমন দূর্যোগে সহায়তার অপেক্ষায় বানভাসি মানুস।
পানি উন্নয়ন বোর্ড বলছে, এর মধ্যেই পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
শুক্রবার সকাল ৯টায় পদ্মায় পানির স্তর রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৫ মিটার। বিপদসীমার ৯০ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি।