পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকার পোনা নদীতে এ অভিযান পরিচালিত হয়। আটক জেলেরা হলেন উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) ও কামলা খলিফা (৪৫)।
সকাল ১১টায় ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী জলজ প্রাণী নিধন ও পরিবেশের ক্ষতি করার অপরাধে হাফিজুল খানকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং রফিকুল ইসলাম ও কামলা খলিফাকে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভাণ্ডারিয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিনজনকে আটক করা হয়। অভিযানে তাদের ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামের একজন জেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, নদী ও জলজ প্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- শীতার্ত অসহায় শিশুর গায়ে কম্বল জড়িয়ে দেন ‘মানবিক ডিসি’
দেখুন- রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত আপোষহীন খালেদা জিয়া


