সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন হলেও, তা মানতে নারাজ মেলান্দহে আবাবিল ইন্টারন্যাশনাল স্কুল। শোক পালনের পরিবর্তে তারা সারাদিন উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালন করেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাষ্ট্রীয় শোক দিবসের ২য় দিন ( ১লা জানুয়ারি) মেলান্দহ পৌরসভার ভেতরেই আবাবিল ইন্টারন্যাশনাল স্কুলে প্রায় ৪শত লোকজনের জন সমাগম করে মঞ্চ সাজিয়ে বই উৎসব পালন করা হচ্ছে। মঞ্চে বসে আছে প্রায় ৬ জন আমন্ত্রিত অতিথি। তারা শোক দিবসের কোন আলোচনা না করে বাণিজ্যিক ভাবে বক্তব্য রাখেন। এমন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। শোকের দিনে এমন কর্মকাণ্ডে জেলা জুড়ে আলোচনার ঝড় বইছে।
এ বিষয়ে আবাবিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বলেন, বিষয়টি ভুল ক্রমে হয়ে গেছে। ব্যানারটি আগেই করে ফেলা হয়েছিলো বলে চেঞ্জ করা হয়নি।
মেলান্দহ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চকদার বলেন, আমরা বিষয়টি তাদের লিখিত আকারে নিষেধ করেছিলাম। বিষয়টি আমরা তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করবো এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, আমাদের পক্ষ থেকে যে কোন উৎসব করার জন্য নিষেধ করা হয়েছিল। এরপরও কোন অনুষ্ঠান হয়েছে কি না আমার জানা নেই।
রাষ্ট্রীয় শোকের দিনে এমন কর্মকাণ্ডে জেলা জুড়ে সমালোচনার ঝড় তুলেছে।
পড়ুন : জামালপুরে শোক দিবস পালিত


