শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের ও ইটভাটায় মাটি বিক্রির দায়ে দুটি ভেকু মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের নুরুল হক সরদারের ছেলে মো.সুমন (৪৫) ও একই এলাকার আলিম উদ্দিন দর্জির ছেলে মো. সুজন দর্জি (৩৩)।
শুক্রবার (০২ জানুয়ারি) রাত ১২ টায় উপজেলার ডিএমখালী ইউনিয়নের চরহোগলা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক। এসময় ও দুটি ভেকু মেশিনের ব্যাবসয়ী দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে এক্সক্যাভেটর দিয়ে কৃষি জমি কর্তন করায় দুটি মামলায় দুজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এ ২ লক্ষ টাকা জরিমানা (প্রত্যেককে ১ লক্ষ টাকা) ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় এক্সক্যাভেটর ও এতে ব্যবহৃত দুটি ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে ডিএমখালি ইউনিয়নে এলাকার ১ গ্রাম থেকে দুটি ভেকুর মেশিনের মালিক ড্রাইভার সহ ২জনকে আটক করি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বী ও ফায়ারসার্ভিস পুলিশ ও আনসার বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫
দেখুন- ‘গানম্যান’ আতঙ্কে রাজনীতি: নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ


