সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদরের ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬২টি স্থানসহ জেলায় প্রায় ৫ শতাধিক জায়গায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনে এমপি প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এ উপলক্ষ্যে জামালপুর নতুন হাইস্কুল মোড় সংলগ্ন মসজিদে উপস্থিত হয়ে দোয়ায় অংশ গ্রহন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড শাহ ওয়ারেছ আলী মামুন। দোয়া মাহফিলে তিনি মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় উক্ত মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন দোয়া পরিচালনা করেন।
কর্মসুচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় মাহফিলে নেতৃত্ব দেন।
পড়ুন- কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার
দেখুন- ‘গানম্যান’ আতঙ্কে রাজনীতি: নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ


