জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ ও খুলনা-৬ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে এই দুই আসনে জাতীয় পার্টিসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন, খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান।
খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপি’র মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।
খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।
পড়ুন- গাইবান্ধায় জামায়াতের হেভিওয়েট প্রার্থীসহ আট জনের মনোনয়ন বাতিল
দেখুন- ‘গানম্যান’ আতঙ্কে রাজনীতি: নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ


