নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদীতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। বাংলাদেশে এটিই একমাত্র লোকনাথ তীর্থস্থান, যা দীর্ঘদিন ধরে ভক্তদের কাছে এক পবিত্র আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
প্রতিদিন ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের ভিড় জমতে শুরু করে আশ্রম প্রাঙ্গণে।
এখানে রয়েছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণসহ বিভিন্ন পূজা-অর্চনা করার সুযোগ রয়েছে।
প্রতি বছর এখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী তীরধান উৎসব। এই উৎসবকে ঘিরে কয়েকদিনব্যাপী আশ্রম এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় মিলনমেলা। তীরধান উৎসব উপলক্ষে বিশেষ পূজা, ভক্তি সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন হাজারো ভক্ত।
পড়ুন- খুলনার মনোনয়ন যাচাই-বাছাই: জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১ জনের স্থগিত


