১৫/০১/২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে নবনির্মিত মিলনায়তন উদ্বোধন

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত মিলনায়তনের শুভ উদ্বোধন ও প্লাটিনাম জুবিলী উপলক্ষ্যে বিদ্যালয়ের ইতিহাস, সাফল্য এবং অবদান নিয়ে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রান্ডাল।

বিজ্ঞাপন

শুক্রবার (০২ জানুয়ারী-২০২৬) সকাল ১০ টায় দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত মিলনায়তনের শুভ উদ্বোধন ও প্লাটিনাম জুবিলী প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, সি.এস.সি। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্ণাড কস্তা সি.এস.সি। অনুভুতি প্রকাশ করেন জুবলি স্মৃতি ম্যাগাজিন এর সম্পাদক মি. যোশূয়া টুডু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও প্রমুখ।

নবনির্মিত মিলনায়তনের শুভ উদ্বোধন ও প্লাটিনাম জুবিলী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ মিনিট নিরব প্রার্থনায় স্মরণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থীবৃন্দ। এরপর পবিত্র কোরআন থেকে পাঠ করেন সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা জাবেদ আলী, পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী শিক্ষক গৌরনাথ রায় এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী ধ্রুপদী ভিক্টোরিয়া হাসদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মি: অমল রোজারিও ও মিসেস লিলিআন্না লাকড়া।

শ্রদ্ধা নিবেদন ও ৩টি পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর নামফলক ও স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত মিলনায়তনের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।

এর পূর্বে সকাল ৮ টায় নবনির্মিত মিলনায়তনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে পবিত্র খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়।

পড়ুন- খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল

দেখুন- বেগম জিয়ার কবর জিয়ারত করলেন জাইমাসহ পরিবারের সদস্যরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন