ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীবাহী একটি ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের পার্সেল বগি থেকে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে দুই বস্তা শাড়ি ও পাঁচ বস্তা কম্বল।
ধারণা করা হচ্ছে এসব পণ্যের বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের পার্সেল বগিতে সাতটি বস্তায় করে এসব ভারতীয় শাড়ি ও কম্বল তোলা হয়। ট্রেনটি বিকেল সাড়ে তিনটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিলে গোপন সংবাদের ভিত্তিতে কর্তব্যরত রেলওয়ে পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় পার্সেল বগি থেকে মালামাল উদ্ধার করে জব্দ করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল পরে আখাউড়া রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন- খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল


