ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ এলাকার ১০ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলাম নামে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
অপরদিকে এ আসনে বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মোহাম্মদ দিদার হোসেন, স্বতন্ত্র হিসেবে মিল্টন বৈদ্য ও সহিদুল ইসলাম খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পড়ুন- আখাউড়ায় চট্টগ্রামগামী ট্রেন থেকে ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ
দেখুন- কুমিল্লায় ট্রেন থেকে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ


