19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাজধানীতে আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর ধানমন্ডিতে আগুন লাগায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ আগুনের সূত্রপাত গ্যাস লিকেজ থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যারা দগ্ধ হয়েছে তারা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় ধানমন্ডিতে শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তাদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এই বিষয়টি জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, ‘ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

দগ্ধ মোহাম্মদ টোটন জানান, ‘ভোররাতে শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দগ্ধ হই আমরা তিনজন। এরপর প্রতিবেশীরা উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে আসে। এর বেশি আমি কিছু বলতে পারব না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন