যশোরের উপশহরে পুলিশ আতঙ্কে পালানোর সময় ছাদ থেকে পড়ে জাহিদ হাসান (৩৫) নামে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান নেতা আহত হয়েছে।
গতকাল শুক্রবার (০২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপশহর ই-ব্লক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত জাহিদ হাসান উপশহর এলাকার মৃত নাজির আহম্মেদের ছেলে। তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির ছিলেন।
আহত জাহিদ হাসানের পরিবার জানায় শুক্রবার রাত ১১টার দিকে ৪/৫ জন অজ্ঞাত কয়েকজন লোক সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসানের বাড়ির সামনে গিয়ে তার নাম ধরে ডাকাডাকি শুরু করে। এতে তিনি পুলিশ আতংকে দৌড়ে পাশের বাড়ির ছাদে উঠে পড়ে এবং তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, জাহিদ হাসানের শরীরে আঘাত থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
পড়ুন- দিনাজপুর–৩ সদর আসনে মনোনয়ন যাচাই
দেখুন- মৌলভীবাজারে শীতের তীব্রতা, দিনাজপুরে উঠেছে সূর্যের আলো


