১৪/০১/২০২৬, ৩:৩০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৩:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় তিন আসনে সিপিবি, গণঅধিকার পরিষদসহ আট জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে দ্বিতীয় দফায় তিনটির (গাইবান্ধা-২,৩,৪) মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে সিপিবি, গণঅধিকার পরিষদসহ আট জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এসব আসনের মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বৈধ ও অবৈধ প্রার্থী ঘোষণা করেন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জনতার দলের মনজুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদির মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ১০ জন প্রার্থী।

এদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বাকী ৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের (জিওপি) সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদ্দৌলা সাজুর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া মনোনয়ন দাখিলকারী বাকী ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, গত শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ নিয়ে জেলার সংসদীয় পাঁচ আসনে ৪৫ জন মনোনয়ন দাখিলকারী প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়ন বাতিল এবং বাকী ২৯ জন প্রার্থী বৈধ হলো।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। আর আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পড়ুন: জাতীয় সমাজসেবা দিবসে ত্রিশালে শোভাযাত্রা

দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন