সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান। সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল এবং অন্যান্য সদস্যরা বক্তব্য দেন। তারা খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি আন্তরিকতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান স্মরণ করেন।
আলোচনা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নূরনবী হোসাইনী রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দোয়া ও বক্তব্যের মাধ্যমে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পড়ুন: জাতীয় সমাজসেবা দিবসে ত্রিশালে শোভাযাত্রা
দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের |
ইম/


