১৪/০১/২০২৬, ২২:২৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২২:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে “আত্ম- অনুসন্ধান সংলাপ” অনুষ্ঠিত

কুড়িগ্রামে সমাজসেবামূলক কার্যক্রমে আওতাভুক্ত প্রতিবন্ধীদের সেবা ও প্রতিবন্ধকতা দুরীকরণ, সম্পৃক্ততা ও আত্ম উন্নয়নের লক্ষ্যে “আত্ম অনুসন্ধান সংলাপ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কুড়িগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সংলাপে সমাজসেবার আওতাধীন নারী পুরুষ শিক্ষার্থী, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীসহ সাংবাদিকগন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎শনিবার ৩ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খুদরত ই খুদা,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান,টিএমএসএস প্রতিনিধি উম্মে কুলসুম রোজী প্রমুখ।


‎আলোচনায় প্রতিবন্ধি ব্যক্তিদের সমাজের বিভিন্ন সমস্যা, স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা জানান, এই সংলাপ নিজের ভেতর ও সমাজের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

‎অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত ই খুদা বলেন,আত্মঅনুসন্ধানের মাধ্যমে নিজের শক্তি, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা অনুধাবন করা সম্ভব। এতে ব্যক্তি যেমন নৈতিকভাবে শক্তিশালী হয়, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসে। বিশেষ করে সমাজে সংস্কারের রাজনীতি নেতৃবৃন্দ সমাজসেবায় এগিয়ে আসতে আত্মবিশ্বাস, সহমর্মিতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন- সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা

দেখুন- বিএনপির সাথে বিএনপি নেতার লড়াই, কে আছেন কার বিরুদ্ধে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন