১৪/০১/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীর ৬টি আসনে ৬২প্রার্থীর মধ্যে ৪৭প্রার্থীর মনোনয়ন বৈধ,বাতিল ১৫

ত্রয়োদশ জাতীয়সংসদনির্বাচন উপলক্ষে নোয়াখালীর ৬টিসংসদীয়আসনে৬২জনপ্রার্থীর মধ্যে৪৭জনেরমনোনয়নপত্র বৈধঘোষণাকরেছেজেলাম্যাজিস্ট্রেট ওরিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুলইসলাম।একইসঙ্গে১৫জনপ্রার্থীর মনোনয়নপত্র বাতিলঘোষণাকরাহয়।

বিজ্ঞাপন

শনিবার(৩জানুয়ারি) সকাল১০টাথেকেসন্ধ্যা পর্যন্ত জেলাপ্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলাম্যাজিস্ট্রেট ওরিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুলইসলাম।

নোয়াখালী-১:আসনেবিএনপিচেয়ারপারসনের উপদেষ্টা ওবিএনপিমনোনীতপ্রার্থী ব্যারিষ্টার মাহবুবউদ্দিনখোকনওজামায়াতে ইসলামীমনোনীতমো.ছাইফউল্যাহসহ৭জনপ্রার্থীর মনোনয়নবৈধঘোষণাকরেছেনরিটার্নিং কর্মকর্ত৷ স্বতন্ত্র ১জনপ্রার্থীর মনোনয়নপত্র বাতিলঘোষণাকরেছেরিটার্নিং কর্মকর্তা৷ 

নোয়াখালী-২:আসনেবিএনপিচেয়ারপারসনের উপদেষ্টা জয়নুলআবেদীনফারুকওবাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীতসাইয়েদআহমদ,জাতীয়পার্টির মো.শাহাদাত হোসেন,বাংলাদেশ খেলাফতমজলিসের মো.তোফাজ্জল হোসেন,ইসলামিআন্দোলন বাংলাদেশের খলিলুররহমান,এনসিপির সুলতানমুহাম্মদ জাকারিয়া মজুমদার ওকাজীমোহাম্মদ মফিজুররহমানস্বতন্ত্রকে বৈধঘোষণাকরাহয়।আয়কররিটার্ন দাখিলনাকরাওঋণখেলাপির কারণেজেএসডির মোশাররফ হোসেনমন্টুএবংস্বতন্ত্র আবুলকালামআজাদওসৈয়দনজরুলইসলামের মনোনয়নপত্র বাতিলকরেছেনরিটার্নিং কর্মকর্তা৷ ১০টিমনোনয়নফরমেরমধ্যে৩জনেরমনোনয়নবাতিলকরাহয়। 

নোয়াখালী-৩:বাংলাদেশ জাতীয়বাদি দল(বিএনপি)ভাইসচেয়ারম্যান বরকমউল্যাহবুলু,বাংলাদেশ জামায়াতে ইসলামীমনোনীতপ্রার্থী মাওলানা বোরহানউদ্দিন, মোহাম্মদ সিরাজমিয়াজেএসডি,বাংলাদেশ খেলাফতমজলিসমোরশেদআলমেরমনোনয়নপত্র বৈধঘোষণাকরেনরিটার্নিং কর্মকর্তা। এছাড়াইসলামীআন্দোলন বাংলাদেশের নুরউদ্দিন,স্বতন্ত্র শরিফআহমেদ,রাজিবউদ্দৌলা চৌধুরীর মনোনয়নপত্র বাতিলঘোষণাকরাহয়।মোট৭জনপ্রার্থীর মধ্যে৪জনেরমনোহনপত্র বৈধএবং৩জনেরমনোনয়নপত্র বাতিলকরাহয়েছে। 

নোয়াখালী-৪:বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মো.শাহজাহান, নোয়াখালী জেলাজামায়াতে ইসলামীর আমীরইসহাকখন্দকার, ইনসানিয়াত বিপ্লববাংলাদেশের প্রার্থী ইউনুসনবী,জাতীয়পার্টির মো.শরিফুলইসলাম,ইসলামীআন্দোলন বাংলাদেশের ফিরোজআলমমাসুদ,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী)রবিটুলচন্দ্রতালুকদার, গণ-অধিকার পরিষদের আবদুজজাহেরকে বৈধপ্রার্থী হিসেবেঘোষণাকরেনরির্টানিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থী মো.ইশতিয়াক হোসেনের মনোনয়নপত্র বাতিলঘোষণাকরাহয়।৮জনপ্রার্থীর মধ্যে৭জনকেবৈধএবং১জনস্বতন্ত্র প্রার্থীর মনোনয়নবাতিলঘোষনাকরেছেনরিটার্নিং কর্মকর্তা৷ 

নোয়াখালী-৫:বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপিমনোনীতমোহাম্মদ ফখরুলইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ বেলায়েত হোসেন,ইসলামীআন্দোলন বাংলাদেশের আবুনাছের,ইসলামীফ্রন্টবাংলাদেশের মো.শামসুদ্দোহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) মুনতাহারবেগম,জাতীয়পার্টির খাজাতানভীরআহাম্মদ, খেলাফতমজলিসের আলীআহমদ,বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আনিসুলহক, ইনসানিয়াত বিপ্লববাংলাদেশ মোহাম্মদ তৌহিদুল ইসলামওজনতারদলমো.শওকতহোসেনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেনপ্রয়াতব্যারিস্টার মওদুদআহমেদের স্ত্রীহাসনাজসিমউদদীনমওদুদের মনোনয়নপত্র বৈধঘোষনাকরাহয়েছে।

 এদিকেইনসানিয়াত বিপ্লববাংলাদেশ মোহাম্মদ তৌহিদুল ইসলামওজনতারদলমোঃশওকতহোসেনের আয়কররিটার্ন নাথাকায়মনোনয়নস্থগিতএবংজাতীয়সমাজতান্ত্রিক দল(জেএসডি)মোঃকামালউদ্দিনপাটোয়ারীকে ঋণখেলাপীর কারনেওস্বতন্ত্র প্রার্থী ওমরআলী,মোহাম্মদ নওশাদ,মোহাম্মদ ইউনুসের মনোনয়নবাতিলঘোষণাকরেছেন৷  এই আসনে১৫জনপ্রার্থীর মধ্যে১১জনকেবৈধ,৪জনেরমনোনয়নপত্র বাতিলঘোষনাকরেছেনরিটার্নিং কর্মকর্তা৷ 

নোয়াখালী-৬আসনেজাতীয়নাগরিকপার্টিমনোনীতপ্রার্থী আবদুলহান্নান মাসউদ,বিএনপিমনোনীতপ্রার্থী মো.মাহবুবের রহমান,জামায়াতে ইসলামীমনোনীতপ্রার্থী শাহমোহাম্মদ মাহফুজুল হক,সাবেকসংসদসদস্যমোহাম্মদ ফজলুলআজিম’সহ ১১ জনেরমনোনয়নবৈধঘোষণাকরাহয়েছে।২জনস্বতন্ত্র’সহ৩জনেরপ্রার্থীতা বাতিলকরেছেরিটার্নিং কর্মকর্তা৷ 

উল্লেখ্য: নোয়াখালীর ৬টিআসনেবাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি),বাংলাদেশ জামায়াতে ইসলামী,জাতীয়পার্টি,জাতীয়সমাজতান্ত্রিক দল(জেএসডি),ইসলামীআন্দোলন বাংলাদেশ, জাতীয়নাগরিকপার্টি, ইনসানিয়াত বিপ্লববাংলাদেশ, গণঅধিকার পরিষদ,বাংলাদেশ সুপ্রিম পার্টি, এলডিপি,বাংলাদেশ খেলাফতমজলিস,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী), জনতারদল,ইসলামীফ্রন্টবাংলাদেশ, বাংলাদেশ রিপাবলিকান পার্টিসহ মোট১৪টিরাজনৈতিক  দল অংশগ্রহণ করেছেন৷

পড়ুন- মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন বাতিল হলো যেসব প্রার্থীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন