ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান মাজেদকে বৈধ ঘোষনা করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা রিটারিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করছেন।
এর আগে শক্রবার রিটারিং কর্মকর্তা জামায়াত প্রার্থী মাজেদুর রহমান মাজেদ এমপিও ভুক্ত কলেজের শিক্ষকতা পেশার সাথে জড়িত থাকায় তার প্রার্থীতা অবৈধ হিসেবে ঘোষনা করেন।
জেলা রিটারিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, জামায়াত প্রার্থী এমপিও ভুক্ত কলেজের শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ততা থাকার কারণে ওনার প্রার্থী অবৈধ ঘোষনা করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি শিক্ষকতার পেশার সাথে থেকেও জনপ্রতিনিধি হতে কোন বাধা নেই। এজন্য মাজেদুর রহমান মাজেদের প্রার্থীতা বৈধ হিসেবে ঘোষনা করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ নিয়ে জেলার সংসদীয় পাঁচ আসনে ৪৫ জন মনোনয়ন দাখিলকারী প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়ন বাতিল এবং বাকী ২৯ জন প্রার্থী বৈধ ঘোষনা করা হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। আর আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


