জামালপুর র্যাব-১৪ এর অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল সহ ২ জনকে আটক করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে র্যাব-১৪ এর জামালপুর সিপিসি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের জামালপুর ক্যাম্প কমান্ডার মেজর আসিফ আল রাজেক।
ব্রিফিংয়ে তিনি জানান , রোববার ভোরে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ি উপজেলার বারোমারী মিশন এলাকায় অভিযান পরিচালনা করেন। সফল অভিযানে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি চাইনিজ কুড়াল, একটি মোটরসাইকেল সহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শামীম মিয়া (২০) ও সামিদুল ইসলাম (১৯)। তারা দুজনই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।
এঘটনায় র্যাবের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর আসিফ আল রাজেক।
পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


