সরকার কর্তৃক নিধার্রিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস বিক্রি ও ওজনে কম থাকার কারণে মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামে এক গ্যাস ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মাগুরা অফিস।
রবিবার (৪ ডিসেম্বর) মাগুরা শহরের দোহারপাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামে একটি ডিলার প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ মিলেছে।
রবিবার দুপুরে এই অভিযানে দেখা যায় খুচরা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ১২৫৩ টাকা হলেও ওই প্রতিষ্ঠানটি পাইকারি পর্যায়ে ১৩৩০ থেকে ১৩৫০ টাকা দরে গ্যাস বিক্রি করছিল। শত শত গ্যাস সিলিন্ডার মজুদ থাকলেও কতগুলো সিলিন্ডার রাখার অনুমতি রয়েছে সে বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয় মালিক।
এছাড়াও বিভিন্ন কোম্পানির সিলিন্ডার ওজন করে দেখা যায়, একাধিক সিলিন্ডারে নির্ধারিত ওজনের চেয়ে কম গ্যাস। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো প্রতিষ্ঠানে থাকা একমাত্র অগ্নি নির্বাপক যন্ত্রটির মেয়াদ ২০২২ সালেই উত্তীর্ণ, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছিল।
এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ১টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এলাকায় অন্যান্য গ্যাস, ভোগ্যপণ্য ও মুদি দোকান তদারকি করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। এই অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
পড়ুন: রূপগঞ্জ ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


